Views Bangladesh

Views Bangladesh Logo

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, ৪ সৈন্য নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

সরায়েলের উত্তরাঞ্চলে এক সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় চার সেনাসদস্য নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) গভীর রাতে এই হামলা চালানো হয়।

ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) বরাত দিয়ে এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে আইডিএফ আরও জানায়, বিনইয়ামিনা শহরের নিকটবর্তী এক সামরিক ঘাঁটিতে এই হামলায় সাত সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বিনইয়ামিনা শহরটি ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা থেকে প্রায় ৩৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এই হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেলআবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ ক্যাম্পকে লক্ষ্য করে হামলাটি করা হয়েছে।

সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বৈরুত ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর দাবি, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্যাম্পটিকে টার্গেট করে ‘ড্রোনের ঝাঁক’ ব্যবহার করেছে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস (এমডিএ) জানিয়েছে, এই হামলায় ৬১ জন আহত হয়েছে এবং এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স কিংবা হেলিকপ্টারযোগে আটটি আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ