Views Bangladesh Logo

রাজধানীতে ৬০ লাখ টাকার আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর গুলিস্থান এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম আইসসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার ব্যাক্তি হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার রামকেশব গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৬)। বর্তমানে তিনি বাওয়ানীবাদ জুট মিলস মসজিদ ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডিএনসি প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ)’র উপ-পরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে একটি টিম বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম আইসসহ মাদক কারবারি মনিরুলকে গ্রেপ্তার করে।’

এসময়, মানজুরুল ইসলাম বলেন, ‘আইসের একটি চালান টেকনাফ, কক্সবাজার এলাকা হতে ঢাকায় প্রবেশ করবে এরুপ তথ্যের ভিত্তিতে একটি টিম গুলিস্থানের মল্লিক ম্যানশনস্থ নিউ রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ