Views Bangladesh Logo

ময়লার ট্রাকের ধাক্কায় ছাত্রের মৃত্যু, চালকসহ ৩ জন চাকরিচ্যুত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার মুগদায় ময়লার ট্রাকের ধাক্কায় মতিঝিল আইডিয়াল স্কুলের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চালকসহ ৩ জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, চাকরিচ্যুত ৩ জন হলেন- ট্রাকের চালক মো. কামাল এবং পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী।

চালকসহ ৩ জনের কেউই দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না। চালক অন্য একজনকে গাড়ি চালানোর দায়িত্ব দিয়েছিলেন।

আবু নাছের বলেন, গাড়ি চালক ও হেলপার হিসেবে যাদের গাড়িতে থাকার কথা ছিল তারা সেদিন দায়িত্ব পালন করেননি। তাদের অবহেলা ও গাফিলতির কারণে সেদিন দুর্ঘটনা হয়েছে। তাই গাড়িচালকসহ মোট ৩ জনকে চাকুরিচ্যুত করা হয়েছে।

সিটি করপোরেশনের আদেশে বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি যিনি চালাচ্ছিলেন তার নাম মো. রুবেল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রো শ ১১-৪২৮১ ফুসো গাড়িটি চালক মো. কামাল নিজে না চালিয়ে অন্য ব্যক্তিকে দায়িত্ব দেন। ফলে ওই দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটে।

‘ওই সময় ময়লার গাড়িতে থাকার কথা থাকলেও পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানীর অনুপস্থিত থাকার কারণে তাদের চাকরিচ্যুত করা হল।’

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে মুগদার মদিনা বাগ এলাকায় বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় মতিঝিল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ