ধর্ষণ ও হত্যার হুমকির ভয়ে মামলা প্রত্যাহারের আবেদন ঢাবির সেই শিক্ষার্থীর
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির )এক নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য ও তাকে উত্যক্ত করার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করেন এক নারী শিক্ষার্থী। এর কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তবে এ ঘটনার কয়েক ঘন্টা পরই ফের দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য শাহবাগ থানায় আবেদন করেন ওই শিক্ষার্থী।
মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, ঢাবির ওই শিক্ষার্থী মামলা প্রত্যাহারের একটি আবেদন আমাদের কাছে জমা দিয়েছেন। তবে মামলা প্রত্যাহার করার ক্ষমতা রয়েছে একমাত্র আদালতের।
কেন মামলা প্রত্যাহার করতে চাচ্ছেন সেই প্রশ্নের জবাবে ওই নারী শিক্ষার্থী ভিউজ বাংলাদেশকে বলেন, মামলা করার পর থেকে আমাকে মেসেঞ্জারে বিভিন্ন আইডি থেকে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে কিছু মানুষ। আমি তাদেরকে চিনিও না। আমি আমার জীবনের নিরাপত্তার কথা ভেবে মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে