Views Bangladesh Logo

ঢাবিতে পর্দানশীল ছাত্রীদের গোপনীয়তা রক্ষার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিকাব ও হিজাব পরিহিত ছাত্রীদের পরিচয় শনাক্ত করার জন্য এখন থেকে শুধু নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীরা কাজ করবে। পর্দানশীল ছাত্রীদের জন্য এই ব্যবস্থার প্রচলন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেয়া হবে।

পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ