কিউএস র্যাংকিংয়ে দেশের ৩ বিশ্ববিদ্যালয়, ঢাবির অবস্থান ৫৫৪তম
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়। এর মধ্য ৫৫৪তম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (৪ জুন) শিক্ষাবিষয়ক এ সাময়িকীটি তাদের ওয়েবসাইটে বিশ্বের সেরা দেড় হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে এ বিষয়টি জানা যায়।
সর্বশেষ প্রকাশিত এ র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় ঢাবির অবস্থান ৫৫৪তম। গত বছর ৬৯১-৭০০তম অবস্থানে ছিল এই বিশ্ববিদ্যালয়টি।
এরপরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বুয়েটের অবস্থান ৭৬১-৭৭০তম এর মধ্যে। গতবার ৮০১-৮৫০-এর মধ্যে অবস্থান ছিল বিশ্ববিদ্যালয়টির। অন্যদিকে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি এবারের তালিকায় ৯০১-৯৫০ মধ্যে অবস্থান করছে। গতবার বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৮৫১-৯০০তম এর মধ্যে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৫-এ শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আগের বছরের মতোই যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে। এ ছাড়াও নবম অবস্থানে রয়েছে ইউসিএল।
সব মিলিয়ে এবার যুক্তরাজ্যের চারটি বিশ্ববিদ্যালয় শীর্ষ দশে স্থান করে নিয়েছে। যে ৯০টি ব্রিটিশ ইউনিভার্সিটিকে তালিকার জন্য বিচার করা হয়েছে, তার মধ্যে ২০টির অবস্থানে গতবারের চেয়ে উন্নতি হয়েছে, অবনমন ঘটেছে ৫২টির। ১৮টি বিশ্ববিদ্যালয় আগের অবস্থানেই রয়েছে।
১ লাখ ৭৫ হাজার ৭৬৮ জন শিক্ষাবিদ এবং ১ লাখ ৫ হাজার ৪৭৬ জন নিয়োগকর্তার মতামতের ভিত্তিতে এই র্যাংকিং তৈরি করা হয়।
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্ম ক্ষমতা, নিয়োগযোগ্যতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হারসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করেছে কিউএস।
এবারে তালিকায় শীর্ষ ২০ এর মধ্যে চীনের দুটি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। এ ছাড়াও সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে শীর্ষ ২০ এর মধ্যে।
এডিনবরা ইউনিভার্সিটির অবস্থান এবারের তালিকায় ২৭তম। এদিকে ম্যানচেস্টার ইউনিভার্সিটি নেমে গেছে ৩৪ নম্বরে। কিংস কলেজ লন্ডন যৌথভাবে ৪০তম স্থান ধরে রেখেছে। লন্ডন স্কুল অব ইকোনমিক্স যৌথভাবে ৫০তম হয়েছে।
শীর্ষ ১০০ বিশ্বদ্যালয়ের মধ্যে আরো রয়েছে ব্রিস্টল, ওয়ারউইক, গ্লাসগো, বার্মিংহাম, সাদাম্পটন, লিডস এবং ডারহাম বিশ্ববিদ্যালয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে