Views Bangladesh Logo

চলে গেলেন ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ছিলেন।

শনিবার ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান।

জানা গেছে, শনিবার জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।

আরও জানা গেছে, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের এই ডিন শিক্ষক সমিতি ও বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি আওয়ামীপন্থী শিক্ষক নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ