Views Bangladesh Logo

সুইমিংপুলের পানিতে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম সোয়াদ হক (১৯)। তিনি দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

সোমবার (২২ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে ঢাবির শারীরিক শিক্ষাকেন্দ্রের সুইমিংপুলে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বেলা ২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোয়াদকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিংপুলে গোসল করছিলেন। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন অনেকে। তখন তারা দেখতে পান, সুইমিংপুলের পাড়ে সোয়াদকে ঘিরে আছেন অনেকে। এগিয়ে গেলে জানতে পারেন পানিতে ডুবে গিয়েছিলেন সোয়াদ। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়াদকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ। তিনি জানান, সোয়াদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের শিক্ষার্থী সোহাদ আর নেই। তার মেডিকেল রিপোর্ট এখনো হাতে আসেনি। ঠিক কী কারণে মারা গেল তা মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ