Views Bangladesh Logo

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহম্মদ মাছুদুর রহমানের পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় ‘ব্লকেড’ (অবরোধ) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে  ১০টার দিকে কিছু শিক্ষার্থী শাহবাগ অবরোধ করেন। পরে রাত ১১টার পর আরও কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন।

এর আগে রাত ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হন।

এ সময় কুয়েট ভিসির গদিতে আগুন জ্বালো একসাথে, ঢাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দফা এক দাবি এক দালাল মাসুদের পদত্যাগ ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায় শিক্ষার্থীদের।

এ সময় শিক্ষার্থীরা জানান, সরকারের পক্ষ থেকে কুয়েটের উপাচার্যকে সরানোর বিষয়ে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করবেন। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।


এদিকে শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ