ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে মাঝরাতে উত্তাল ঢাবি
সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের নারী শিক্ষার্থীরা রাজুতে এসে অবস্থান নিয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে প্রথম মশাল মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রোকেয়া হলের সামনে আসে।
এরপর দিবাগত রাত ১২টার দিকে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল নিয়ে বের হন। পরে অন্যান্য নারী হলের শিক্ষার্থীরাও তাতে যুক্ত হন। তারা মিছিল নিয়ে হলপাড়াসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্ররাও তাদের সঙ্গে যুক্ত হন।
রাত ১টায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন তারা। রাজু ভাস্কর্যে এসে অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেন। এ সময় তারা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাঙ্গ দ্যা রেপিস্ট’, চব্বিশের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’সহ স্লোগান দিতে থাকেন।
এসময় সাধারণ ছাত্রীদের পাশে ছাত্রদেরও দেখা যায়।
বিক্ষোভে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় বিচার করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে