Views Bangladesh Logo

ডাকসু নির্বাচন: উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু )নির্বাচনের রোডম্যাপের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (৮ জানুয়ারি ) রাত ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়। এসময় তাদের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

মিছিলে বক্তারা বলেন, 'ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমাদের আগেই জাকসু নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিছে কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে নানা তালবাহানা ও কালক্ষেপন করেই যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাই।'

ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী বলেন,'আমরা গত কয়েকদিন আগে ও ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসন এখনো কোনো প্রতিক্রিয়া দেখায় নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আমাদের দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিন, নয়তো শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমে আসবে।'

আরবি বিভাগের শিক্ষার্থী আলভি রহমান বলেন, 'আমাদের প্রাণের দাবি ডাকসু নির্বাচন নিয়ে কেনো এত তালবাহানা? যদি দ্রুত ডাকসু নির্বাচন দেওয়া না হয় আমরা প্রত্যেক বিভাগ থেকে আন্দোলন গড়ে তুলবো।'

এসময় সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, '২৪ এর বিপ্লবের পর আজও ডাকসুর জন্য আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না।ডাকসু নির্বাচন দিতে আপনারা কোনো তালবাহানা করেন। তালবাহানা যেহেতু করছেন আজ থেকে প্রতিদিন আন্দোলন হবে।'

আগামীকাল আবার বিক্ষোভ মিছিল হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ৩ জানুয়ারি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চান শিক্ষার্থীরা। কিন্তু বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ