Views Bangladesh Logo

সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলায় ডিইউজের উদ্বেগ ও প্রতিবাদ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই আন্দোলনের ৮ মাস পর ৯ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা করায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ডিইউজের একাংশের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে অব্যাহতভাবে মামলা দায়ের চলতে থাকলে এ পেশা থেকে কখনোই ভয়ের সংস্কৃতি দূর হবে না।

তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, জুলাইয়ে কাকরাইলে আন্দোলনকারীদের হত্যার প্ররোচনার অভিযোগে গত ১৬ মার্চ পল্টন থানায় শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা করেন মো. রফিকুল ইসলাম ব্যাপারী নামে একজন। সেখানে ৯ জন সাংবাদিকের নাম রয়েছে।

এদিকে একই বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ