Views Bangladesh Logo

চট্টগ্রামে গ্রিন পোর্ট তৈরিতে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিদেশি কোম্পানি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, চট্টগ্রামের লালদিয়ার চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে নেদারল্যান্ডসের কোম্পানি এপিএম (এপি মুলার মার্সক)। এপিএম বিশ্বের ৬০টি দেশে বন্দর অপারেট করে।

আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯ টায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা সরকারের লক্ষ্য। লালদিয়ায় একটি গ্রিন পোর্ট হবে, সেখানে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। সরকারের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে ট্র্যাক করার চেষ্টা করছে।'

তিনি বলেন, 'আমাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা মোতাবেক কাজ করতে হবে । পোর্টটিরএখন স্বল্প পরিসরের ধারণক্ষমতা রয়েছে। এর ধারণক্ষমতা ছয় গুণ বৃদ্ধি করার পরও সেটা ভিয়েতনামের ধারে কাছেও যাবে না। তাই এক্সপার্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া। যাতে কম জায়গায় বেশি অপারেশন করা যায়।'

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ