বগুড়ায় নতুন আলু কেজিতে ৩০০ টাকায় বিক্রি
বগুড়ার বাজারে নতুন আলুর বেচাকেনা শুরু হয়েছে। এসব আলু ক্রেতাদের মাঝে চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে পারছেন না। ৩০০ টাকা কেজিপ্রতি দাম শুনে বেশিরভাগ ক্রেতা ফিরে যাচ্ছেন, দাম কমার অপেক্ষা করছেন তারা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন আলু শুক্রবার (১৫ নভেম্বর) বগুড়ার ফতেহ আলী বাজারে আনা হয়েছে। বর্তমানে এসব আলু খুচরা বাজারে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। নবান্নতে সাধারণত নতুন আলুর চাহিদা বেশি থাকে, তবে এবার ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও কেউ কেউ নতুন আলু কিনছেন।
বগুড়া শহরের খান্দার এলাকার বাসিন্দা মেহেদি হাসান জানান, তিনি বাজারে নতুন আলু দেখে কিনতে চেয়েছিলেন। তবে ৩০০ টাকা দাম শুনে না কিনে শেষ পর্যন্ত পুরনো আলু নিয়েই বাড়ি ফিরতে হলো তার।
ফতেহ আলী বাজারের সবজি বিক্রেতা নরেশ সাহা বলেন, দাম কমলে সাধারণ মানুষও নতুন আলু কিনতে পারবে। কিন্তু এখন দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে পারছেন না।
তিনি জানান, মাত্র কয়েক মিনিটে ১২-১৫জন ক্রেতা আলু কিনতে এসে ফিরে গেছেন শুধু দামের কারণে।
রাকিব হাসান, নজরুল ইসলামসহ বাজারে আসা ক্রেতারা জানান, নতুন আলুর দাম অনেক বেশি হলেও এটি সহনীয় হতে পারত যদি জীবনযাত্রার ব্যয় বেড়ে না যেত।
বর্তমানে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে সবাই বিপাকে রয়েছেন বলে জানান তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে