ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
গভীর রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত ১টা ২৩ মিনিটের দিকে তীব্র ঝাঁকুনিতে রাজধানীর ভবনগুলো কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরের ওয়াজিংয়ে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এটির গভীরতা ছিল ১২৬ কিলোমিটার। প্রতিবেশী মিয়ানমারেও ভূমিকম্পটির প্রভাব পড়ে।
চলতি মাসে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে। এটি ছিল মাঝারি ধরনের। আর ৭ জানুয়ারির ভূমিকম্পটি ছিল তীব্র ধরনের। এ ছাড়া ২১ জানুয়ারি ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূতি হয়েছে। এটার উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের কাশি হিলস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে