সংসদ নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে ইসি: কমিশনার
নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের তুলনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বুধবার (২২ জানুয়ারি) সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নিয়ে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের ভোট দেয়ার অনাগ্রহ দূর করা এবং অতীতের নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দূর করাই আমাদের লক্ষ্য। কমিশন এই লক্ষ্য অর্জনে কাজ করছে।’
তিনি জানান, বর্তমানে সারা দেশে ৩৫ হাজার তথ্য সংগ্রাহক ভোটার তালিকা হালনাগাদে কাজ করছেন। ‘তথ্য সংগ্রাহকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। পাশাপাশি, যারা তথ্য দিচ্ছেন তাদেরও সতর্ক থাকা প্রয়োজন যাতে কোনো ভুল না হয়,’ বলেন তিনি।
ভুয়া ভোটার অন্তর্ভুক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘যাচাই-বাছাই করে ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেয়া হবে। এই প্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন। অতীতের ভুলগুলো সংশোধনের মাধ্যমে ভোটার সেবার মান উন্নত করার চেষ্টা করছি।’
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে এ সভায় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ ১০টি উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে