সম্পাদকের কথা
আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই
স্বপ্নযাত্রা শুরু হলো ভিউজ বাংলাদেশের। এ যাত্রার মূল লক্ষ্য ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ আমাদের চলার পথের আদর্শ।
আমরা জানি, বাঙালির রয়েছে দীর্ঘ সংগ্রামী ঐতিহ্য।বাঙালি ন্যায্য অধিকারের জন্য লড়াই করেছে। মাতৃভাষার জন্য, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েও কখনো ভেঙে পড়েনি। বাংলাদেশের মানুষ কখনো মাথানত করেনি। আমরা সেই আত্মবিশ্বাসে বলীয়ান, লড়াকু বাংলাদেশের মানুষের অর্জন, সাফল্য আর গৌরবগাথা তুলে ধরতে চাই।
প্রতিটি দেশে, সমাজে নানা ঘাত-প্রতিঘাত থাকে। মানবিক মানুষের পাশে কিছু রক্তচক্ষু দানবও থাকে। ভালো যা কিছু তার বিপরীতে মন্দও থাকে। সংবাদমাধ্যমে আমরা সেই সমাজের মন্দ দিকটাই বেশি দেখে থাকি। আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই। গ্লাসে অর্ধেক পানি থাকলে, আমরা সেই গ্লাস ‘অর্ধেক খালি’ নয়, বরং ‘অর্ধেক পূর্ণ' আছে, এ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে চাই। মন্দ যা কিছু আছে, তা আমাদের দৃষ্টি এড়াবে না; কিন্তু আমাদের শুভ দৃষ্টি দিয়েই মন্দকে বিলীন করতে চাই। মানুষে মানুষে মানবিকতা আর ভালোবাসার বোধে শান্তির সমাজকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই।
গত একযুগে ডিজিটাল বাংলাদেশের আলোয় আলোকিত হয়েছে এ দেশের মানুষ। আর এই ডিজিটাল আলোয় তথ্যপ্রযুক্তি খাত ঘিরে গড়ে উঠেছে একদল অসাধারণ উদ্যমী তরুণ। আমলতান্ত্রিক জটিলতা, অর্থ সংকট, অনেক ক্ষেত্রে অনুকূল পরিবেশ না থাকা, কোনো কিছুই আটকাতে পারেনি এই উদ্যমী তরুণদের। তারা এগিয়ে গেছে। বিশ্ব জয় করেছে। নাসার প্রতিযোগিতায় আমাদের তরুণরা অনন্য সাফল্য অর্জন করেছে। আমরা সে অর্জনের কথা বলতে চাই, বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।
`ভিউজ বাংলাদেশ’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমসাময়িক বিভিন্ন ঘটনার যথাযথ বিশ্লেষণ তুলে ধরবে। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখক তৈরি করতে চায় ভিউজ বাংলাদেশ। আপনিও লিখুন।
লেখার ক্ষেত্রে কিছু নীতি আমরা অনুসরণ করব। কোনোভাবেই কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমালোচনা করতে হলে যথাযথ তথ্য-উপাত্তসহ যুক্তিযুক্ত বিশ্লেষণ করতে হবে। ঢালাও কোনো মন্তব্য, মতামত গ্রহণ করা হবে না। ধর্ম, বর্ণ বা কোনো নৃ-গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো শব্দচয়ন বা মন্তব্য করা যাবে না। নারীর প্রতি অবমাননাকর কোনো উক্তি, দৃষ্টিভঙ্গিও গ্রহণ করা হবে না। রাষ্ট্রীয় ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়- এমন কোনো লেখা কোনোভাবেই গ্রহণ করা হবে না।
বিশ্লেষণের পাশাপাশি আমরা দৈনন্দিন খবরও দেব সংক্ষিপ্ত আকারে। একই সঙ্গে বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিও আমরা বাংলা ও ইংরেজিতে নিয়মিত প্রকাশ করব।
আমাদের এই পথ চলায় আপনাদের শুভ কামনা আমাদের পাথেয়। সবাইকে ভিউজ বাংলাদেশের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা।
রাশেদ মেহেদী
সম্পাদক
ভিউজ বাংলাদেশ
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে