নকলে সহায়তা: অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা করছে শিক্ষাবোর্ড
এসএসসি ও সমমান পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শকদের তালিকা প্রস্তুত করছে শিক্ষাবোর্ড। এ তালিকার ভিত্তিতে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
সোমবার (৫ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। এতে নির্ধারিত ছকে আগামী ১৪ মের মধ্যে ই-মেইলের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, যেসব পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা পরিচালনা নীতিমালার বিরুদ্ধে গিয়ে দায়িত্ব পালনের অভিযোগে কেন্দ্রসচিব বা কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে, সেসবের বিস্তারিত তথ্য নির্ধারিত ছক অনুযায়ী বোর্ডে পাঠাতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় নকলের প্রবণতা তুলনামূলকভাবে বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থী বহিষ্কারের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে