Views Bangladesh Logo

তীব্র তাপপ্রবাহে আরও ৭ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

 VB  Desk

ভিবি ডেস্ক

ত কয়েক দিন ধরে সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানান শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ এপ্রিল স্কুল-কলেজ খুলবে।

এর আগে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও ৭ দিন বাড়ানোর দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের পক্ষ থেকে বলা হয়, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে রোববার (২১ এপ্রিল) দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ রয়েছে। কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কয়েকটি জেলায় হিট অ্যালার্টও জারি করা হয়েছে। রাজধানীতে প্রচণ্ড গরমে সবার প্রাণ ওষ্ঠাগত।

এমতাবস্থায় ইতোমধ্যেই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ