মালয়েশিয়ায় কর্মী নেয়ার সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, মালয়েশিয়া সরকারের বেধে দেয়া সময়সীমার মধ্যে সেই দেশে যেতে ইচ্ছুক কর্মীরা কুয়ালালামপুরে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ৩১ মে শেষ হওয়া সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে ঢাকা।
সোমবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি...মালয়েশিয়া যেন বিদেশি কর্মী নিয়োগের সময়সীমা বাড়ায়। সেই বিষয়ে আলোচনা চলছে।’
প্রসঙ্গত, বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য গত ৩১ মার্চ পর্যন্ত কর্মীদের ভিসার আবেদন জমা দেয়ার তারিখ নির্ধারণ করে মালয়েশিয়া। ওই কর্মীদের মালয়েশিয়ায় ঢোকার শেষ সময় নির্ধারণ করা হয় ৩১ মে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।
হাছান মাহমুদ বলেন, যারা এই সংকটের জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন, তারা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার জন্য কাজ করছেন এবং তাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণের জন্য ৫ জুন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনারের সাথে বসবেন।
সংবাদ সম্মেলনে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখা বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীকে নিয়ে ডয়েচে ভেলের তৈরি করা একটি নেতিবাচক প্রামাণ্যচিত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডয়েচে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল, কারণ কোনো তথ্য-উপাত্তের ভিত্তিতে তা করা হয়নি। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের অবদানকে খাটো করার জন্য সেটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ডয়েচে ভেলে মাঝেমধ্যেই এমন প্রতিবেদন করে যা দেশের স্বার্থবিরোধী এবং দেশকে 'আন্ডারামাইন' করে। সেজন্য ঠিক ডয়েচে ভেলে নয় বরং সেখানে কিছু বাঙালি আছে তারা এগুলোর সাথে যুক্ত। বড় কথা, ডয়েচে ভেলের প্রতিবেদনটি অসার, অন্তঃসারশূন্য, সেখানে সাবস্ট্যানটিভ কিছু নেই।’
মন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। জাতিসংঘ মহাসচিব তার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন, শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে জাতিসংঘের অন্যান্য কর্তাব্যক্তিরাও আমাদের বাহিনীর দক্ষতার প্রশংসা করেছেন এবং এ পর্যন্ত বাংলাদেশের ১৬৯ জন শান্তিরক্ষী জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্বপালনকালে আত্মদান করেছেন, সেটিও বিশ্বময় অত্যন্ত সম্মানিত হয়েছে।
এ ছাড়াও অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বিশ্বের যে কোনো জায়গায় তিনি যেতে পারেন। ৬ জুন তিনি দুর্নীতি দমন কমিশনে উপস্থিত হন কি না, নাকি তিনি সময় নিচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সরকার দেশ পরিচালনা করছে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। ফলে এ বিষয়গুলো উঠে এসেছে। আদালত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। সরকার এ বিষয়ে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে