Views Bangladesh Logo

আবারও বাড়ল ডিমের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ২০ টাকা।

গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকার বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৩৫-১৪০ টাকা এবং সাদা ডিম ১২৫-১৩০ টাকায় বিক্রি হয়েছে। একইসাথে গৃহপালিত মুরগির ডিম ২৪০-২৫০ টাকা এবং হাঁসের ডিম প্রতি ডজন ১৮০-১৯০ টাকায় বিক্রি হয়েছে।

গত সপ্তাহে বাদামি ডিমের দাম ছিল ১১৫ থেকে ১২০ টাকা প্রতি ডজন এবং সাদা ডিমের দাম ছিল ১০৫ থেকে ১১০ টাকা।

এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে অনেক পোল্ট্রি খামারে মুরগির মৃত্যু হওয়ায় ডিমের সরবরাহ সংকট দেখা দেয়, যার ফলশ্রুতিতে মূল্যবৃদ্ধি ঘটেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

পোল্ট্রি খামারিদের মতে, গত মাসের প্রচণ্ড গরমের প্রভাবে খামারগুলোতে ডিমের উৎপাদন চার থেকে দশ শতাংশ কমে গেছে।

তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ জানান, মে মাসের শুরু থেকেই ডিমের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।

মঙ্গলবার প্রতি ১০০টি বাদামি ডিমের পাইকারি দাম বেড়ে এক হাজার বিশ টাকা এবং সাদা ডিমের দাম বেড়ে ৯৭০ টাকায় পৌঁছেছে। এর পূর্বে প্রতি ১০০টি বাদামি ডিমের দাম ছিল ৮৮০ টাকা এবং সাদা ডিমের দাম ৮০০ টাকা।

সরবরাহ স্বাভাবিক হলে মূল্য হ্রাস পাবে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ