Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারে মিশরের প্রস্তাব, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

গাজায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারের জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার (২৪ মার্চ ) এ তথ্য জানায় নিরাপত্তা সূত্রগুলো। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।

গত সপ্তাহে দেয়া এই প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল গত ১৮ মার্চ থেকে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পুনরায় বিমান ও স্থল অভিযান শুরু করে। এর ফলে টানা দুই মাসের আপেক্ষিক শান্তি শেষ হয়ে গেছে, যা ১৫ মাস ধরে চলা যুদ্ধের পর এসেছিল। খবর রয়টার্সের।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এরপর থেকে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার নিহতদের মধ্যে ছিলেন দুই স্থানীয় সাংবাদিক মোহাম্মদ মনসুর ও হুসাম শাবাত।

ফিলিস্তিনি সাংবাদিক সমিতি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের শুরু থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২০৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য আসেনি।

হামাস জানিয়েছে, তাদের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মিশরের পরিকল্পনায় বলা হয়েছে যে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং এক সপ্তাহ পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয়ধাপ কার্যকর করবে।

সূত্রগুলো আরও জানায়, যুক্তরাষ্ট্র ও হামাস উভয়েই এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, তবে ইসরায়েল এখনও কোনো সাড়া দেয়নি।

এদিকে ইসরায়েলের দাবি, হামাসের হাতে থাকা অবশিষ্ট বন্দিদের মুক্ত করতেই তারা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় যে ২৫০ জনের বেশি ব্যক্তিকে জিম্মি করা হয়েছিল, তাদের মধ্যে এখনও ৫৯ জন হামাসের কাছে আছে। ধারণা করা হচ্ছে, ২৪ জন জীবিত রয়েছেন। বাকিদের বেশিরভাগই বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছেন, অথবা তাদের মৃতদেহ ফেরত দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ