গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মিশরের, প্রত্যাখ্যান হামাসের
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মিশর যে নতুন প্রস্তাব দিয়েছে, তাতে অস্ত্র সমর্পণের শর্ত থাকায় তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
আলজাজিরাকে দেয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, মিশরের প্রস্তাবে গাজার প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় হামাসের প্রতিনিধিরা এতে বিস্মিত হয়েছেন।
তিনি বলেন, ‘মিশর জানিয়েছে, প্রতিরোধের অস্ত্র নিয়ে আলোচনা ছাড়া কোনো যুদ্ধবিরতি চুক্তি সম্ভব নয়। তবে হামাসের জন্য অস্ত্র কোনো আলোচনার বিষয় নয়। যুদ্ধবিরতির ভিত্তি হওয়া উচিত গাজায় হামলা বন্ধ ও ইসরাইলি বাহিনীর প্রত্যাহার।’
ইসরাইল বারবার জোর দিয়ে বলেছে যে, যুদ্ধ থামাতে হলে হামাসকে পরাজিত হতে হবে এবং এর অংশ হিসেবে তাদের অস্ত্রও সমর্পণ করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরাইল গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তবে মার্চের মাঝামাঝি ফের যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল গাজায় বিমান হামলা শুরু করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ জন নিহত ও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে