Views Bangladesh Logo

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ দেবে ইআইবি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরোর কাঠামো ঋণ অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ঋণদাতা শাখা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। এর সাথে অতিরিক্ত ৪৫ মিলিয়ন ইউরো অনুদানও দেবে ইইউ।

প্রকল্পগুলোর লক্ষ্য- পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো এবং অভিযোজনের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়নকে সমর্থন করা।

সোমবার (৫ মে) অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভার অংশ হিসেবে হওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক অংশীদারদের সাথে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা জোরদার করছে বাংলাদেশ।

রোববার (৪ মে) ইআইবির সভাপতি নাদিয়া ক্যালভিনোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে সংস্থাটির চলমান সহায়তা এবং নতুন প্রকল্পগুলোতে বিনিয়োগ সম্প্রসারণে আলোকপাত করা হয়।

২০০০ সাল থেকে কাঠামো চুক্তির অধীনে বাংলাদেশের সাথে কাজ করে আসছে ইআইবি। এখন পর্যন্ত স্বাস্থ্য, পানি সরবরাহ, পরিবহন এবং যোগাযোগ খাতের ছয়টি চলমান প্রকল্পে প্রায় ৬৩৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে তারা।

ইআইবির প্রাথমিক লক্ষ্য, ইইউ সদস্য রাষ্ট্রগুলোতে। বিশ্বজুড়ে আরও ১৬০টিরও বেশি দেশ এবং অঞ্চলে ইইউ’র উন্নয়ন সহযোগিতা বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি।

এর অগ্রাধিকার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু, পরিবেশ, অবকাঠামো, এসএমই, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ