Views Bangladesh Logo

ঈদে ট্রেনের আগাম টিকেট মিলবে ২৫ মার্চ থেকে

 VB  Desk

ভিবি ডেস্ক

রোজার ঈদের জন্য ট্রেনের আগাম টিকেট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এবার বাড়ানো হয়েছে অগ্রিম টিকেট বিক্রির সময়সীমাও।

বুধবার (১৩ মার্চ) সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, 'এবার ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২৫ মার্চ থেকে।'

সাধারণত ট্রেন যাত্রার ক্ষেত্রে ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেলওয়ে। আর ঈদের সময় অগ্রিম টিকেট বিক্রি করা হয় পাঁচ দিন। তবে এবার তা বাড়িয়ে সাত দিন করা হয়েছে।

সম্ভাব্য ১১ এপ্রিলকে ঈদের দিন ধরে টিকেট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে টিকেট বিক্রি করা হবে ২৫ থেকে ৩১ মার্চ। ২৫ মার্চ মিলবে চার এপ্রিলের যাত্রার টিকেট। আবার ঈদের পরের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে চার এপ্রিল থেকে।

রেলমন্ত্রী বলেন, এবারও অনলাইনে পাওয়া যাবে শতভাগ টিকিট। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। আর বিক্রি হওয়া টিকেট ফেরত নেয়া হবে না।

এবার সাত জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো বরে বলে জানান জিল্লুল হাকিম। বলেন, কমলাপুরে ভিড় কমাতে সরাসরি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে উত্তরবঙ্গের পথের কয়েকটি ট্রেন ছাড়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ