Views Bangladesh Logo

বুধবার থেকে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

দুল-আজহা উপলক্ষ্যে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১২ জুন) থেকে শুরু হবে এসব “ঈদ স্পেশাল” ট্রেনের চলাচল।

ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ১২ জুন থেকে সাত দিন “চাঁদপুর ঈদ স্পেশাল” (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে। একই সময়ে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে “দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল” (৫ ও ৬), চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে “ময়মনসিংহ ঈদ স্পেশাল” (৭ ও ৮), চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে “কক্সবাজার ঈদ স্পেশাল” (৮ ও ৯) ট্রেন চলবে। এসব ট্রেন বুধবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরে ৭ দিন চলাচল করবে।

এ ছাড়াও “পার্বতীপুর ঈদ স্পেশাল” (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে আগামী ১৩-১৫ জুন (৩ দিন) ও ঈদের পরে ২১-২৩ জুন (৩ দিন) চলাচল করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ