আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে যেসব সিনেমা ও ওয়েব সিরিজ
ঈদের আর বেশিদিন বাকি নেই। আর ঈদের সময় বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়ার প্রথা পুরনো। এবারের ঈদুল ফিতরেও সেই রীতি বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে । শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদসহ আরও অনেক ঢালিউড তারকাকে দেখা যাবে বড় পর্দায়। তাছাড়া, মুক্তি পাবে বেশ কয়েকটি ওয়েব সিরিজও।
ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সিনেমার প্রতি, ঈদে দর্শকদের ব্যাপক চাহিদা থাকে। প্রত্যেক ঈদেই তার কোনো না কোনো সিনেমা মুক্তি পায়। এর ধারাবাহিকতায় এবার আসছে 'বরবাদ'। তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল। ইতোমধ্যেই এই ছবির টিজার ও একটি গান ‘দ্বিধা’ মুক্তি মুক্তি পেয়েছে। একে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের মাঝে উচ্ছ্বাসও দেখা যাচ্ছে। 'দ্বিধা' নামের এই গান গত শুক্রবার ইউটিউবে আসার পর তিন মিলিয়নের বেশি ভিউ কুড়িয়েছে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে তিনি এবার বড় পর্দায়ও নাম লিখিয়েছেন।
দুই বছর আগে ঈদে মুক্তি পায় আফরান নিশোর প্রথম অভিনীত ছবি 'সুড়ঙ্গ'। যা দর্শকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। সিনেমার টিজারে নতুন রূপে হাজির হওয়া নিশোকে দেখে ইতোমধ্যে তার ভক্তদের মাঝে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) এই সিনেমার ‘একটুখানি মন’ নামে একটি গান মুক্তি পেয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানের কথা লিখেছেন সাদাত হোসাইন।
ঢালিউডের আরেক পরিচিত অভিনেতা সিয়াম আহমেদের নতুন ছবি 'জংলি' মুক্তি পাচ্ছে এই ঈদে। এম রাহিম পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দিঘী। ইতোমধ্যে ছবিটির টিজার প্রকাশিত হয়েছে, যেখানে সিয়ামের একটি নতুন চরিত্রের পরিচয় পাওয়া যায়, যা তার পূর্বের করা রোমান্টিক ছবির চরিত্র থেকে আলাদা। শুক্রবার (২১ মার্চ) মুক্তি পেয়েছে সিয়াম ও বুবলীর গাওয়া 'বন্ধু গো শোনো' গানটি, যার কথা লিখেছেন প্রিন্স মাহমুদ এবং কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। এর আগে, সিনেমার তাহসান খান ও আতিয়া আনিশার কণ্ঠে 'জনম জনম' গানটি মুক্তি পেয়েছিল।
ছোট পর্দার অভিনেতা সজল ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন সিনেমা 'জ্বিন থ্রি'-ও মুক্তি পাচ্ছে এই ঈদে । ইতোমধ্যে কন্যা নামে একটি গানও মুক্তি পেয়েছে এবং বেশ ভালো সাড়া পেয়েছে গানটি।
এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের 'চক্কর ৩০২' সিনেমার টিজারও মুক্তি পেয়েছে। এ ছবিতে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।
এছাড়াও ঈদুল ফিতরে জয়া-নিপুণের ‘জিম্মি’ ওয়েব সিরিজ, মিথিলা -নাসির উদ্দীন খানের ওয়েব সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন সিজন-২ এবং অপূর্ব-ফারিনের ওয়েব ফিল্ম হাউ সুইট মুক্তি পাবে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ।
সবমিলিয়ে ধারণা করা যায় এবার ঈদ বেশ জম জমাট কাটবে দর্শকদের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে