Views Bangladesh Logo

ফরিদপুরে অভিযানকালে জুয়াড়িদের হামলায় ডিবির ৮ সদস্য আহত

রিদপুরের মধুখালী উপজেলায় একটি মাদক ও জুয়ার আস্তানায় অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছে ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এতে আট পুলিশ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে তিনজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এসআই জাব্বার হোসেন, দেওয়ান মোহাম্মদ সাবুর এবং এএসআই শফিকুল ইসলাম। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আরও পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ তৌসিফ সরকার জানান, জাব্বারের মাথায় তিনটি আঘাত লেগেছে। অন্য দুইজনকে মারধর করা হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয় এবং সবাই বিপদমুক্ত।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) শৈলেন চাকমা জানান, “ডিবি পুলিশের ৮ সদস্যের একটি দল মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে ডুমাইন বাজারে অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করা হয় এবং মাদক, অর্থসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। হঠাৎ মাদক কারবারি, ব্যবসায়ী, জুয়াড়ি ও স্থানীয় লোকজন পুলিশের ওপর অপ্রত্যাশিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর এবং কয়েকজন সামান্য আহত হন।”

তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হবে এবং আটক দুজনকে থানায় আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ