Views Bangladesh

Views Bangladesh Logo

সীমান্তপথে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল আরও ৮ বিজিপি সদস্য

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে সীমান্তপথে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিল দেশটির সীমান্তরক্ষী বাহিনীর আরও ৮ বিজিপি সদস্য।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। চলমান এ সংঘাতে টিকতে না পেরে প্রাণে বাঁচতে আজ শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাতিমারাঝিরি সীমান্তপথে পালিয়ে বাংলাদেশে আসে বিজিপির ৮ সদস্য। পরে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর হেফাজতে রাখা হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি'র গন-সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার নতুন করে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ৮ জন বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ছাড়াও টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে ৩ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ নিয়ে এখনো পর্যন্ত ২৮৫ জন মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে অবস্থান করছে। তাদের নিরস্ত্র করে বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ