Views Bangladesh Logo

বৈদ্যুতিক বিভ্রাটে বন্ধ মেট্রোরেল, কয়েক স্টেশনে আটকা ট্রেন

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈদ্যুতিক বিভ্রাটের কারণে মেট্রোরেল সন্ধ্যা ৭টা থেকে বন্ধ আছে। সচিবালয় ও উত্তরা উত্তর স্টেশনসহ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে আছে।

ক্রুটি সারানোর কাজ চলছে জানিয়ে শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কেন্দ্রীয় সার্ভারে জটিলতার কারণে সন্ধ্যা ৭টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা জানিয়ে এমআরটি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদ খান বলেন, “আমরা জেনেছি সেন্ট্রাল সার্ভারে জটিলতার কারণে যেখানে যেখানে মেট্রোরেল আছে সবখানে আটকে আছে। তারা চেষ্টা করছে বলে আমাদের জানিয়েছেন। অল্প সময়ের মধ্যে সমাধান হবে।”

উত্তরা উত্তর স্টেশন ও বাংলাদেশ সচিবালয়সহ কয়েকটি স্টেশনে চলাচলরত ট্রেন থেমে রয়েছে। যাত্রীদের মধ্যে অনেকে গন্তব্যে যেতে ট্রেনের মধ্যে রয়েছেন। কেউ চাইলে তাকে ট্রেন থেকে নামতে সহায়তা করা হচ্ছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ