Views Bangladesh Logo

১ কোটি ৩১ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এক কোটি ৩১ লাখ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারাদেশে গতকাল রাত পর্যন্ত তিন কোটি ৩ লাখ ৯ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই হিসেবে এখনও এক কোটি ৭১ লাখ ৭৩ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে মোট বিচ্ছিন্ন গ্রাহকের মধ্যে ৫০ ভাগের বাড়িতে আজকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কালকের মধ্যে মোট ৮০ ভাগ মানুষকে বিদ্যুৎ সরবরাহের আওতায় আনা হবে। বাকি ২০ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌছে দেয়াড় বিষয়ে জানানো হয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

আরইবি তাদের হালনাগাদ হিসেবে বলছে সব মিলিয়ে ১০৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে তাদের। পরিস্থিতি স্বাভাবিক করতে ৩০ হাজার মানুষ একসঙ্গে কাজ করছেন।

অন্যদিকে খুলনা, বরিশাল এবং ফরিদপুর শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর ১৫ লাখ ৪৮ হাজার ১৪৫ জন গ্রাহকের মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ জন গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছে। এখনও বিতরণ কোম্পানিটির এক লাখ ৪৪ হাজার গ্রাহক বিদ্যুৎ সরবরাহের বাইরে রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে তাদের ক্ষতির পরিমান এখন পর্যন্ত সাড়ে পাঁচ কোটি টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ