Views Bangladesh Logo

ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণ করা হবে: রেলমন্ত্রী

ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালির পায়রা বন্দর পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণ করবে সরকার। শনিবার (৪ এপ্রিল) ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন ট্রেনের উদ্বোধনের পর বরিশালে এই রেলপথ নির্মাণের ঘোষনা দেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

তিনি বলেন, দুই মাসের মধ্যে ফরিদপুরের ভাঙ্গা থেকে খুলনা হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত নতুন ট্রেন লাইন চালু হবে।

বরিশালে রেলপথ নির্মাণের পরিকল্পনা সম্পর্কে রেলমন্ত্রী বলেন, সরকার ওই এলাকায় রেলপথ নিয়ে যেতে একটি উড়াল রেল নেটওয়ার্ক নির্মাণ করবে। এ অঞ্চলের মাটি ভালো না, তাই এখানে জমির ওপর দিয়ে ট্রেন যথোপযুক্ত হবে না। সেই কারণে পুরো রেললাইন হবে এলিভেটেড। এই পথটি ওই অঞ্চলের ৮টি জেলাকে সংযুক্ত করবে।

মন্ত্রী বলেন, সবচেয়ে সস্তা পরিবহন ব্যবস্থা হলো রেল। এটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ফরিদপুরের ভাঙ্গা থেকে খুলনা হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী দুই মাসের মধ্যে। এই দুটি লাইন চালু হয়ে গেলে ভাঙ্গা, শিবচর-এসব অঞ্চলের গুরুত্ব অনেক বেড়ে যাবে। এ ছাড়াও আমরা ডিভিশনগুলো একপেশে করতে চাই না। সমন্বিতভাবে সব অঞ্চলের লোকজন যেন পায় সেভাবে আমরা করার চেষ্টা করছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ