Views Bangladesh

Views Bangladesh Logo

ফোনালাপ করলেন ট্রাম্প-জেলেনস্কি, যোগ দিলেন ইলন মাস্কও

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৯ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে তাঁকে অভিনন্দন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেনেলস্কি শুভেচ্ছা জানাতে ফোন দেন ট্রাম্পকে, পরে ওই ফোনকলে যুক্ত হন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্কও। প্রায় সাত মিনিট তিনজনের কথা হয়।

এই ফোনালাপের বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আরেক সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে জয়ের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে ছিলেন মাস্ক। তখন ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি। দুজনের মধ্যে ইতিবাচক ও আন্তরিকতাপূর্ণ আলাপ হয়। এ সময় ট্রাম্প ফোনের স্পিকার চালু করে দেন। তখন মাস্কের সঙ্গেও কথা হয় জেলেনস্কির।

তবে এ সময় তাঁদের মধ্যে নীতিনির্ধারণ বিষয়ক কোনো আলাপচারিতা হয়নি বলে জানায় সিএনএন।

এর আগে গত বুধবার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জেলেনস্কি বলেছিলেন, ট্রাম্পের ‘ঐতিহাসিক নিরঙ্কুশ জয়ের’ পর তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হয়েছেন তাঁরা। বিশ্বে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী নেতৃত্ব গুরুত্বপূর্ণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ