ট্রাম্পের সঙ্গে নির্বাচনের রাত কাটাবেন ইলন মাস্ক
ট্রাম্পের জয় উদযাপনের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের রাতটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর ঘোষণা দিলেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া (সাবেক টুইটার) এক পোস্টে মাস্ক বলেছেন, মার-এ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাতটি কাটাতে চান তিনি।
নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের হয়ে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছিলেন এই ধনকুবের। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদান দেন তিনি।
মঙ্গলবার (সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন ইলন মাস্ক। সেখানে মাস্ক লিখেন, তিনি টেক্সাসের ক্যামেরুন কাউন্টিতে ভোট দিয়েছেন। সেখানে মাস্কের কয়েকটি কোম্পানির সদর দপ্তর অবস্থিত। পরে ফ্লোরিডার উদ্দেশে রওনা করেন।
অন্যদিকে নিজেকে বিজয়ী ঘোষণার ভাষণে সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির “নতুন তারকা” হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মাস্ককে বিস্ময়কর ব্যক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
ইলন মাস্ককে নিয়ে স্মৃতিচারণকালে ট্রাম্প জানান, একবার স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময় তিনি মাস্ককে ৪০ মিনিটের জন্য আটকে রেখেছিলেন।
এ সময় তিনি বলেন, “দেশের রোগ মুক্তিতে সাহায্য করতে যাচ্ছি। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবারও মহান রাষ্ট্রে পরিণত করার সুযোগ দেবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে