Views Bangladesh

Views Bangladesh Logo

অর্থ আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১২ জুন ২০২৪

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বুধবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন।

এর আগে, বিচারক মামলার অভিযোগ থেকে তাদের খালাসের জন্য দাখিল করা আবেদনগুলো খারিজ করে দেন।

আদেশে বিচারক বলেন, ড. ইউনূস ও অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাছাড়া তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানান বিচারক।

এই মামলার বিচার শুনানি শুরুর জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ