অর্থ আত্মসাৎ: যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তে উঠে এসেছে তার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস জানায়, যুক্তরাজ্যের কর্মকর্তারা টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের বিষয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল।
বর্তমানে যুক্তরাজ্যের ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির এই সদস্যের কাজ দেশটির অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া হলেও তার বিরুদ্ধে শেখ হাসিনাকে রূপপুর প্রকল্পে রাশিয়ার সাথে দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ উঠেছে।
সানডে টাইমস তাদের প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দলের (পিইটি) একজন প্রতিনিধি টিউলিপ সিদ্দিকের অফিসে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১০ বিলিয়ন পাউন্ডের প্রকল্পে দুর্নীতির সাথে তার জড়িত থাকার বিষয়ে জবাব দেন তিনি।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে এই প্রকল্পের জন্য রাশিয়ার সাথে চুক্তিতে তিনি মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল।
এদিকে তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় লেবার পার্টির মন্ত্রিপরিষদে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।
রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগে সম্প্রতি একটি বড় তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সানডে টাইমস জানায়, শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা মিলে এই প্রকল্প থেকে প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। তাদের এই কর্মকাণ্ডে টিউলিপ সিদ্দিকের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসে রোববার, যা ইতোমধ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যে আলোড়ন তুলেছে। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে