Views Bangladesh

Views Bangladesh Logo

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক হোসেনউদ্দীন হোসেন আর নেই

District Correspondent

জেলা প্রতিনিধি

সোমবার, ২০ মে ২০২৪

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন আর নেই। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ মে) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১৪ মে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে যশোর কুইন্স হসপিটাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

মরহুমের ছোট মেয়ে শাহানাজ রাহানা রত্না জানান, ২০১৯ সালে বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরবর্তীতে গল ব্লাডারে পাথর ধরা পড়ে তার। এ ছাড়াও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। এর মধ্যে গত মঙ্গলবার (১৪ মে) খুব অসুস্থ হয়ে পড়েন। এদিন তাকে যশোর শহরের কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমইচে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, সিটিস্ক্যান রিপোর্টে ব্রেইন হ্যামারেজ ধরা পড়ে। গত বৃহস্পতিবার তার অবস্থার আরও অবনতি হয়। বেশির ভাগ সময়ে তিনি সেন্সলেস ছিলেন (চেতনাহীন)। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪১ সালের ২৮ ফেব্রুয়ারি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন হোসেনউদ্দীন হোসেন। ১৯৫৫ সালে তার প্রথম কবিতা কলকাতার দৈনিক পত্রিকা লোকসেবকে প্রকাশিত হয়। পরবর্তীতে তার বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা ঢাকা ও কলকাতার বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়া শুরু করে।

এ ছাড়াও ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এই বরেণ্য লেখক। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- নষ্ট মানুষ, অমৃত বৈদেশিক, সাধুহাটির লোকজন, ইঁদুর ও মানুষেরা, প্লাবন এবং একজন নুহ, ভলতেয়ার ফবেয়ার কলসত্ব ত্রয়ী উপন্যাস ও যুগমানস, ঐতিহ্য আধুনিকতা ও আহসান হাবীব, বাংলার বিদ্রোহ, সমাজ সাহিত্য দর্শন প্রবন্ধ, রণেেত্র সারাবেলা মুক্তিযুদ্ধের স্মৃতি, লোকলোকোত্তর গাঁথা কিংবদন্তি, বনভূমি ও অন্যান্য গল্প, অনন্য রবীন্দ্রনাথ। প্রবন্ধ/গবষেণা শাখায় বিশেষ অবদানরে জন্য ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার র্অজন করেন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ