Views Bangladesh Logo

রোমাঞ্চকর ম্যাচে এনদ্রিকের জোড়া গোলে রিয়ালের জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারের পর এবার দারুণভাবে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে সেলটা ভিগোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে লস ব্ল্যাঙ্কোসরা। সাত গোলের রোমাঞ্চকর এই ম্যাচে রিয়ালের জয়ের নায়ক ছিলেন ব্রাজিলীয় তরুণ স্ট্রাইকার এনদ্রিক, যিনি জোড়া গোল করেছেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। ৩৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিয়াস জুনিয়রের আরেকটি গোলের মাধ্যমে স্কোরলাইন দাঁড়ায় ২-০। তবে শেষ দিকে জমে ওঠে ম্যাচ। ৮৩তম মিনিটে জোনাথন বামবার গোলে ব্যবধান কমায় সেলটা ভিগো। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে মার্কোস আলোনসোর গোল ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-২। এর ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে দাপট দেখায় রিয়াল মাদ্রিদ।

১০৮ মিনিটে এনদ্রিকের অসাধারণ গোল রিয়ালকে ৩-২ গোলে এগিয়ে দেয়। কিছুক্ষণ পর ফেদে ভালভের্দে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে স্কোরলাইন করেন ৪-২। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ব্যাকহিল ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এনদ্রিক, যা ম্যাচের স্কোরলাইনকে ৫-২ করে।

এদিকে এই ম্যাচ দিয়ে রিয়ালের ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে অতিরিক্ত সময়ে জোড়া গোল করার রেকর্ড গড়েন এনদ্রিক। এর আগে সান্তিয়াগো বার্নাব্যু, সোতেরো আরনগুরান, সান্তিলানা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো এই কীর্তি গড়েছিলেন।

অন্যদিকে জয়ের পর এনদ্রিকের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘এনদ্রিক তার মান দেখিয়েছে। সে এমন স্ট্রাইকার যে বক্সের কাছাকাছি বল পেলে নিজের অসাধারণ টেকনিক মেলে ধরতে পারে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ