Views Bangladesh

Views Bangladesh Logo

ঢাকাবাসীর নিরাপদ পানি নিশ্চিত করুন

Editorial  Desk

সম্পাদকীয় ডেস্ক

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

পানির অপর নাম জীবন; কিন্তু ওয়াসার পানির অপর নাম মরণ। কল ছাড়লেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি। সেই পানি ব্যবহারের অযোগ্য। তাও দুর্গন্ধযুক্ত ময়লা পানিই পান করতে বাধ্য হচ্ছে মানুষ। ফলে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। গতকাল বুধবার (১০ জুলাই) সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত এক সপ্তাহ ধরে এমন অবস্থা রাজধানীর টিটিপাড়া ও গোপীবাগের।

তবে ওয়াসার পানির বিরুদ্ধে আগে থেকেই এ অভিযোগ করে আসছেন মানিকনগর, যাত্রাবাড়ী, ডেমরা, কুতুবখালী ও শনির আখড়া এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, কোনো কারণে ওয়াসার লাইনের সঙ্গে টিটিপাড়া খালের পানি ঢুকে পড়েছে। আগে সমস্যা সহনীয় পর্যায়ে থাকলেও কয়েক মাস ধরে পানির অবস্থা এতটাই খারাপ, তা যেমন পানের অযোগ্য, তেমনি রান্না বা কাপড় ধোয়ার কাজেও ব্যবহার করা যাচ্ছে না।

ওয়াসার ময়লা পানি ব্যবহার করার ফলে ওসব এলাকায় ডায়রিয়া, চর্মরোগসহ নানা ধরনের রোগ বাড়ছে। আশপাশের হাসপাতালগুলো ভরে গেছে এসব রোগীতে। ডাক্তাররাও জানিয়েছেন, এসব রোগের কারণ মূলত দূষিত পানি ব্যবহার। ওয়াসা কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, পানির যে সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে।

এলাকাবাসী অবশ্য বলছেন ভিন্ন কথা। ভুক্তভোগীরা জানিয়েছেন, বার বার ওয়াসায় অভিযোগ করেও মেলেনি সমাধান। ওয়াসার বিরুদ্ধে এসব অভিযোগ নতুন নয়। কদিন পর পরই বিভিন্ন এলাকা থেকে এসব অভিযোগ শোনা যায়। এসব সমস্যার সাময়িক সমাধান করলেও স্থায়ী কোনো সমাধান হয় না। ফলে ওসব এলাকার জনগণ এসব সমস্যা একরকম মেনে নিয়েই জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

ঢাকা ঘনবসতির অঞ্চল। বিশেষ করে নিম্নাঞ্চলে এলাকাগুলো বেশি ঘনবসতি। এসব এলকায় সাধারণত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বাস বেশি। তাদের জীবনমান নিয়ে সরকার তেমনভাবে সচেতন নয়। পরিবেশগত কারণে এমনিতেই তাদের বেশ অস্বাস্থ্যকর জীবন কাটাতে হয়। এর সঙ্গে দূষিত পানি যুক্ত হলে তাদের জীবন আশঙ্কাজনক হতে বাধ্য। ঢাকায় নদী নেই, চাপকল নেই, পানির জন্য একমাত্র ওয়াসার পানির ওপরই নির্ভর হয়। সেই পানি যদি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, তাহলে মানুষ কোথায় যাবে?

পানি ব্যবহারে অসুস্থ হয়ে পড়লে সুচিকিৎসার সামর্থ্য তাদের অনেকেরই নেই। তাই আমাদের দাবি, নিরাপদ পানি সরবরাহে ওয়াসা যেন আরও সচেতন হয়। ওয়াসা যেন ঢাকাবাসীর বিশুদ্ধ সুপেয় পানি নিশ্চিত করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ভূমিকা পালন করতে হবে। সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ জনগণ যেন ভরসা করতে পারেন সে ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। পানির অপর নাম মৃত্যু না হয়ে যেন জীবন হয়- সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ