Views Bangladesh Logo

লিফটের নিরাপত্তা নিশ্চিত করুন

ঢাকা শহরের বেশির ভাগ অফিস-আদালত-হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের লিফট এত পুরোনো যে, লিফটে উঠতে গেলে অনেক সময় প্রাণ হাতে নিয়ে উঠতে হয়। অনেক লিফট কাঁপে এবং অতিরিক্ত লোক উঠলে খুবই ভয়ংকরভাবে শব্দ করে। তাও অনেকে প্রাণের ঝুঁকি নিয়েই লিফটগুলোতে চলাচল করেন। লিফটে উঠতে গিয়ে প্রাণহানির ঘটনার খবরও অনেক সময় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তাও না আছে প্রতিষ্ঠানগুলোর সচেতনতা, না আছে লিফটযাত্রীদের সচেতনতা।

গতকাল (২৭ অক্টোবর) পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনের ম্যানুয়াল কার্গো লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে এক কর্মকর্তার প্রাণ গেছে। আব্দুল্লাহ সাগর নামের ওই কর্মকর্তা ছিলেন চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাপ্ত তথ্যমতে, ওই ভবনের লিফটটি অনেক পুরোনো, সেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। সাততলায় লিফট কল করার পর লিফট আসার আগেই তিনি দরজা খুলে উঠতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লিফট দুর্ঘটনায় এমন মৃত্যুর খবর প্রায়ই সংবাদমাধ্যমে জানা যায়। প্রশ্ন হচ্ছে, তাও কেন প্রতিষ্ঠানগুলো সচেতন হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে লিফট দুর্ঘটনায় মানুষ মারা যাবে এটা কোনোভাবেই কাম্য না।

লিফটের এমন দুর্দশার চিত্র দেখা যায়, ঢাকা শহরের অনেক অফিসে। পুরোনো বিল্ডিংয়ে পুরোনো লিফটগুলো চলে লক্কড়ঝক্কড় বাসের মতো। ফিটনেসবিহীন বাস চলাচল যেমন আইন করে নিষিদ্ধ করে দেয়া হয়, আমরা চাই ঝুঁকিপূর্ণ লিফটগুলোও এভাবে বাতিল করে দেয়া হোক। তা না-হলে এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। ঢাকার মতিঝিল, পুরানা পল্টন, কাকরাইল, কারওয়ান বাজারের কিছু কিছু লিফটের অবস্থা এমনই ভয়াবহ যে, উঠতে গেলেও ভয় লাগে। দশ-বারো তলায় লিফটে না উঠেও পারা যায় না।

কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটার আগে মালিকপক্ষ লিফটগুলো বদলাবে বলেও মনে হয় না। এ নিয়ে গণমাধ্যমের যেমন প্রতিবেদন প্রকাশ করা উচিত, প্রশাসনেরও সে মতো ব্যবস্থা গ্রহণ করা উচিত। মালিকপক্ষকে আমরা অনুরোধ করব, কোনোরকম দুর্ঘটনা ঘটার আগেই নিরাপদ ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি প্রশাসনকেও এ ব্যাপারে যথপোযুক্ত পদক্ষেপ নিতে হবে। লিফট যেন মৃত্যুকূপ না হয় তার নিশ্চয়তা নগর কর্তৃপক্ষকে দিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ