Views Bangladesh

Views Bangladesh Logo

বিটিআরসিকে স্বাধীন কমিশন হিসেবে দেখতে চান টেলিকম ব্যবসায়ীরা

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

বিটিআরসিকে একটি স্বাধীন কমিশন হিসেবে দেখতে চান বাংলাদেশের টেলিকম খাতের ব্যবসায়ীরা, যা রাজনৈতিক প্রভাব এবং প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর আনুকূল্য থেকে মুক্ত থাকবে। তাদের মতে, লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় ভারসাম্য বজায় রাখতে হবে এবং সকল অংশগ্রহণকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টেলিকম খাতের ইকোসিস্টেম পুনর্বিবেচনা সংক্রান্ত এক স্টেক হোল্ডার বৈঠকে এই দাবিগুলো উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. রোকনুজ্জামান। তিনি টেলিকম খাতে মার্কেট মনোপলি ভাঙার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক রোকনুজ্জামান আরও বলেন, “আমাদের নেটওয়ার্ক টপোলজি এবং বাজার ব্যবস্থাপনার কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। এই মনোপলিগুলো ভাঙতে হবে এবং ন্যায্য প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে হবে।”

অন্যান্য টেলিকম ও প্রযুক্তি বিশেষজ্ঞরাও বৈঠকে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) খাতের প্রতিনিধিরা বলেন, উচ্চ কর এবং ভ্যাটের কারণে সাধারণ জনগণের জন্য ইন্টারনেটের খরচ কমানো যাচ্ছে না।

তারা অভিযোগ করেন, মোবাইল অপারেটরদের জন্য নির্দিষ্ট দাম নির্ধারণ না করায় এবং লাস্ট-মাইল সিডিএন স্থাপনে বাধার কারণে টেলিকম খাতে সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছে না।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ