৩ মাসের জন্য সুন্দরবনে বনজীবী ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
আগামীকাল ১ জুন থেকে তিন মাস সুন্দরবনে সব ধরনের বনজীবী এবং পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জলজ এবং বন্য প্রাণীদের বিচরণ ও প্রজনন সুরক্ষায় প্রতি বছরের মতো এবারও এ উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক ইকবাল হুসাইন চৌধুরী বলেন, 'বনের জীববৈচিত্র রক্ষায় আগামীকাল ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময়ে কোনো পর্যটক বা বনজীবী প্রবেশ করতে পারবেন না। কেউ অনুপ্রবেশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
বন বিভাগ জানিয়েছে, ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবন প্রবেশ বন্ধ রাখা হয়। ২০২২ সালে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে মোট তিন মাস বনে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে