Views Bangladesh

Views Bangladesh Logo

ইসরায়েলের ৫ নাগরিক, তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি ইইউর

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ফিলিস্তিনিদের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলে ‘গুরুতর ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের ৫ নাগরিক এবং ৩টি সংস্থার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (১৫ জুলাই) এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।

রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞা জারি করা সংস্থাগুলোর মধ্যে টিজাভ ৯ নামের একটি সংস্থা রয়েছে।

একটি গ্রুপ বলেছে, তারা (টিজাভ ৯) গাজা উপত্যকায় খাদ্য, পানি এবং জ্বালানি সরবরাহকারী ট্রাকগুলোকে আটকে রেখেছে।

বাকী দুটির মধ্যে একটি হলো লেহাভা অর্গানাইজেশন এবং অপরটি ইসাশ্চার মান্নের একটি সংস্থা।

সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় আনা ৫ ব্যাক্তির সম্পদ জব্দ করা হবে এবং ওই পাঁচজনসহ সংস্থাগুলোর কর্মীরা ইইউভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবে না।

এ ব্যাপারে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইইউ’র এই নিষেধাজ্ঞাকে 'বন্ধুত্বের মধ্যে অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য পদক্ষেপ' এবং ইসরায়েলি গণতন্ত্রে অগণতান্ত্রিক হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

তিনি আরও বলেন, এতে ইসরায়েলি নাগরিকদের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা ও প্রতিবাদের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।

স্মোট্রিচ বলেন, বসতি স্থাপনে বা ডানপন্থী সংগঠনগুলোর মধ্যে ইসরায়েলি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা মানে একটি লাল রেখা অতিক্রম করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ