Views Bangladesh Logo

চেক প্রত্যাখ্যান মামলায় ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

চেক প্রত্যাখ্যানের মামলায় ই-কমার্স কোম্পানি ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের এক বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ রোববার (২ জুন) চট্টগ্রামের সপ্তম যুগ্ম ও দায়রা জজ মো. মহিউদ্দিন এ রায় দেন।

বাদিপক্ষের আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম জানান, তিন বছর আগে মোটরসাইকেল কেনার ঘটনায় চেক প্রতারণার এক মামলায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে এক বছরের কারাদণ্ডের সঙ্গে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগ এলাকার জসিম উদ্দিন আবিদ ২০২১ সালের এপ্রিল মাসে মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে ১ লাখ ১০ হাজার টাকা দেন। কিন্তু পরবর্তীতে মোটরসাইকেল বুঝিয়ে দিতে না পারায় তারা একটি চেক দেয় তাকে।

সেই চেক সুনির্দিষ্ট ব্যাংকে জমা দিলে প্রত্যাখাত হয়। এরপর আবিদ ২০২১ সালের ২ অক্টোবর চট্টগ্রামের আদালতে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ