সালতামামি ২০২৪
বিশ্বজুড়ে আলোড়িত ঘটনা
বিদায় নিচ্ছে ঘটনাবহুল ২০২৪ সাল। আলোচনা-সমালোচনা তৈরি করা বেশকিছু আলোড়িত ঘটনা বিশ্বকে বিমোহিত করেছে বিদায়ী বছরটিতে। এর মধ্যে মূলধারার গণমাধ্যমের প্রধান শিরোনামে পরিণত হওয়া দশটি ঐতিহাসিক মুহূর্ত জনসাড়া প্রদান এবং সামাজিক শক্তির প্রভাবকেই তুলে ধরে।
হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প
৫ নভেম্বর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শঙ্কাময় প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদের এই জয়লাভের মাধ্যমে দেশটির ক্ষমতার কেন্দ্রকে ডানদিকে নিয়ে গেছেন তিনি, যা জাতিকেও প্রান্তে এনেছে। এটি শেষ পর্যন্ত ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পকে ৪৭তমও করেছে৷
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ওয়াশিংটন এবং দেশজুড়ে শ্রমিক শ্রেণীসহ নাগরিকদের ব্যাপক অসন্তোষ এবং অভিবাসীদের জন্য মার্কিন বিচার ব্যবস্থাকে দানবীয় করে তোলার নির্বাচনি প্রচারণাই ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনকে সহজ করে তোলে- বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ট্রাম্প দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট, যিনি একবার কর্তৃত্ব হারানোর পর অফিস পুনরুদ্ধার করেছেন এবং চার বছর আগে পরাজিত হওয়ার পর হোয়াইট হাউসে ফিরে এসেছেন। নতুন বছরের ১৯ জানুয়ারি অভিষেকের প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক শত্রুদের শাস্তি দেয়ার প্রতিশ্রুতির প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। দেশটিসহ বিশ্বজুড়ে গভীর সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভাজনের মধ্যেই নানামুখী চ্যালেঞ্জের দায়িত্ব পালন করবেন ট্রাম্প।
ভারত: তৃতীয় মেয়াদে জয়ী মোদি
মে মাসজুড়ে হওয়া লোকসভার নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির পুনর্নির্বাচিত হওয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কৃতিত্বের সমান্তরাল, যিনি এর আগে সমান সংখ্যক মেয়াদে টানা দায়িত্ব পালন করেছিলেন। এই মাইলফলক মোদির টেকসই জনপ্রিয়তা এবং বিজেপি ও তার মিত্রদের প্রতি জনগণের অটল সমর্থনকে তুলে ধরে। তার বর্ধিত ম্যান্ডেট চলমান অর্থনৈতিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, সামাজিক কল্যাণ উন্নতি এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থার পথকে প্রশস্ত করবে- আশাবাদী ভারতীয়রা।
বিস্তৃত ভোটের সমর্থন অর্জনে মোদির এই পারদর্শিতা তাকে বিভিন্ন আঞ্চলিক গতিশীলতার ক্ষেত্রে প্রভাবশালী এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির আর্থ-সামাজিক-রাজনৈতিক কাঠামোতে রূপান্তরকারী ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি ৭৩ বছর বয়সী এই হিন্দু জাতীয়তাবাদী নেতার রাজনৈতিক উত্তরাধিকারকেও আরও দৃঢ় করেছে বিদায়ী বছরটির নির্বাচন।
নীতিশ কুমারের নেতৃত্বে বিহারের জনতা দল (ইউনাইটেড) এবং চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির মতো গুরুত্বপূর্ণ মিত্রদের সাথে জোট সরকারকে নেতৃত্ব দেয়ার প্রথমবারের অভিজ্ঞতাকে পুঁজি করে পরের দুবার সফলতা পান মোদি। তার নতুন মেয়াদ বিভিন্ন আঞ্চলিক স্বার্থ এবং দেশের ভেতরে শক্তিশালী বিরোধী, বিশেষ করে বিতর্কিত রাজনৈতিক ও নীতিগত বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি করবে।
সিরিয়া: বাশার আল আসাদের পতন
৮ ডিসেম্বর দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে তার প্রায় ১৪ বছরের লড়াইকে নাটকীয়ভাবে বন্ধ করে দিয়ে রাশিয়ায় আশ্রয় নেন তিনি। কারণ, দীর্ঘ নৃশংস গৃহযুদ্ধে বিভক্ত হয়ে পড়েছিল তার দেশ, যেটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল৷
৫৯ বছর বয়সী আসাদের প্রস্থান ২০০০ সালে সিরিয়ার আকষ্মিক প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মাসগুলোর সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছিল, যখন অনেকে আশা করেছিলেন যে, তিনি তার বাবার তিন দশকের লৌহশাসন পরবর্তী তরুণ সংস্কারক হবেন। সেবার বিনয়ী আচার-ব্যবহারসহ কম্পিউটার টেকনোলজির ভক্ত হিসাবে দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন ৩৪ বছর বয়সী পশ্চিমা-শিক্ষিত এই চক্ষুরোগ বিশেষজ্ঞ।
কিন্তু ২০১১ সালের মার্চ মাসে তার শাসন প্রতিবাদের মুখোমুখি হলে বাবার ভিন্নমতকে দমাতে নৃশংস কৌশলে ফিরে যান আসাদ। অভ্যুত্থান সম্পূর্ণ গৃহযুদ্ধে রূপান্তরিত হওয়ার সাথে সাথে মিত্র দেশ ইরান এবং রাশিয়ার সমর্থনে বিরোধী-নিয়ন্ত্রিত শহরগুলোতে তার সামরিক বাহিনীকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করেন আসাদ।
লেবানন: ইসরায়েলি আগ্রাসনে পর্যদুস্ত হিজবুল্লাহ
১ অক্টোবর দক্ষিণ লেবাননে আক্রমণ করে ইসরায়েল, যা ১৯৭৮ সাল থেকে লেবাননে ষষ্ঠ ইসরায়েলি হামলা। প্রায় ১২ মাসের ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষের জেরে শুরু এই হামলা থেমেছে ২৬ নভেম্বর ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও কিছু হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল তাদের ৫৬ জন সৈন্য এবং সাড়ে তিন হাজার হিজবুল্লাহ জঙ্গি নিহত হওয়ার খবর দিয়েছে। পক্ষান্তরে লেবাননের সরকার বলছে, ইসরায়েল তাদের দুই হাজার ৭২০ জন নাগরিককে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক।
আগ্রাসনের আগে লেবাননে পেজার এবং ইলেকট্রনিক ডিভাইসে হামলা এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যাসহ বড় ধরনের হামলা চালায় ইসরায়েল।
দক্ষিণ কোরিয়া: অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলে
১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলেকে অভিশংসিত করে জাতীয় পরিষদ। পদক্ষেপটি ৩ ডিসেম্বর ইউনের সামরিক আইন জারির প্রতিক্রিয়া হিসাবে এসেছিল, যা ন্যাশনাল অ্যাসেম্বলি বাতিল করে দিয়েছিল। যদিও জারির ছয় ঘন্টা পরে ৪ ডিসেম্বর সামরিক আইন প্রত্যাহার করে নিয়েছিলেন প্রেসিডেন্ট ইওলে।
প্রস্তাবটি ছিল দক্ষিণ কোরিয়ায় তৃতীয় অভিশংসন। প্রথমবার ২০০৪ সালে অভিশংসিত হন প্রেসিডেন্ট রোহ মু-হিউন, যদিও পরে সাংবিধানিক আদালত থেকে খালাস পান তিনি। ২০১৬ সালে অভিশংসিত হন প্রেসিডেন্ট পার্ক গিউন-হে। সাংবিধানিক আদালত নিশ্চিত করায় ২০১৭ সালে দোষী সাব্যস্ত করা করে পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে। .
মেক্সিকো: প্রথম ইহুদি নারী প্রেসিডেন্ট
৩ জুন মেক্সিকোর নির্বাচনে ভূমিধস বিজয়ে জয়লাভ করেন জলবায়ু বিজ্ঞানী এবং মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র ক্লডিয়া শিনবাউম। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া প্রথম নারী এবং প্রথম ইহুদি হিসেবে ক্লডিয়া তৈরি করেন দ্বিগুণ মাইলফলকও।
বিদায়ী প্রেসিডেন্ট এবং তার পরামর্শদাতা আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের বামপন্থার উত্তরাধিকার অব্যাহত রাখার শপথ নিয়ে প্রচারণা চালিয়েছিলেন শিনবাউম, যা তাদের দলের ভিত্তিকে জোরালো এবং বিরোধীদের মধ্যে শঙ্কা জাগিয়েছিল। নির্বাচনটিকে তার নেতৃত্বের গণভোট হিসাবে দেখেছিলেন অনেকেই। তার বিজয় ছিল লোপেজ ওব্রাডোর এবং তার শুরু করা পার্টির প্রতি আস্থারও সুস্পষ্ট প্রতীক।
শ্রীলঙ্কা: বামপন্থি নতুন প্রেসিডেন্ট
২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্কসবাদী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েকে। নিজস্ব কোনো রাজনৈতিক বংশ না থাকলেও ঋণে জর্জরিত দক্ষিণ এশিয়ার দেশটির নির্বাচনে ভূমিধ্বস বিজয় লাভ করেন জনতা ভিমুক্তি পেরামুনা (জেভিপি) এবং ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের এই প্রার্থী।
নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং প্রধান বিরোধী নেতা সামাগি জন বালাভেগায়া (এসজেবি) দলের সজিথ প্রেমাদাসার চেয়ে ১২ লাখ ৭০ হাজার ভোটের বিশাল ব্যবধান গড়ে তোলেন একেডি নামে পরিচিত দিসানায়েকে। তৃতীয় স্থানে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) রনিল বিক্রমাসিংহে।
ঐতিহ্যগতভাবে সুরক্ষাবাদ এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপকে ঘিরে দিসানায়েকের নিজ দল জেভিপি’র মার্কসবাদী অর্থনৈতিক নীতিগুলোই তাকে বিজয়ী করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যুক্তরাজ্য: লেবারদের বিজয়ে রাজনীতিতে নতুন মোড়
৪ জুলাই ১৪ বছরের রক্ষণশীল সরকারের অবসানের সাথে লেবারদের ভূমিধস বিজয়ে উল্টে যায় ব্রিটিশ রাজনৈতিক দৃশ্যপট। ৬১ বছর বয়সী শ্রমিকনেতা কিয়ার স্টারমার দেশটির ৫৮তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯০০ সালে প্রতিষ্ঠিত বামপন্থী দলটির হয়ে পঞ্চম সরকারপ্রধান তিনি। রামসে ম্যাকডোনাল্ড, ক্লিমেন্ট অ্যাটলি, হ্যারল্ড উইলসন এবং টনি ব্লেয়ারের পরে ডাউনিং স্ট্রিটে তার দলের হয়ে নেতৃত্ব দিচ্ছেন উজ্জ্বল ক্যারিয়ারের এই আইনজীবী ।
হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা ৩২৬ আসনের হলেও লেবার পার্টি থেকে এবার ৪১০ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মাত্র নয় বছর আগে রাজনীতিতে প্রবেশ করা স্টারমার পুনরায় নির্বাচিত হন হলবর্ন এবং সেন্ট প্যানক্রাসের কেন্দ্রীয় লন্ডন নির্বাচনী এলাকায়। এ বিজয় ছিল সালে ব্লেয়ারের মতোই ঐতিহাসিক, যদিও খুব ভিন্ন পরিস্থিতিতে।
বন্যায় হ্রদে পরিণত সাহারা
সাহারা মরুভূমির বিশাল অংশের মারাত্মক বন্যার কবলে পড়া বিশ্বজুড়ে আলোড়িত ঘটনাগুলোর চমকপ্রদ মোড়, যা বিশ্ববাসীর ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে৷ এই বিরল ঘটনাটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমিটির দক্ষিণ আলজেরিয়া, উত্তর মালি এবং নাইজারের ওই অংশটিকে অস্থায়ী হ্রদ এবং প্রবাহিত স্রোতে রূপান্তরিত করেছে। যা গ্রহের সবচেয়ে আইকনিক শুষ্ক অঞ্চলগুলোর একটি সম্পর্কে আমাদের ধারণাকেই চ্যালেঞ্জ করছে।
অক্টোবরের শুরুতে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাত সাহারাকে প্লাবিত করলে নাইজারের সাত শতাধিক এবং উত্তর নাইজেরিয়ার চার শতাধিকসহ সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটে এবং বাস্তুচ্যুত হন ত্রিশ লাখের মতো সাহারাবাসী। সম্পদের ক্ষয়ক্ষতিও ছিল অনেক বেশি।
পাকিস্তান: ইমরান খানপন্থি সহিংস বিক্ষোভ
২৭ নভেম্বর কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা।
ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ফেললে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। দুপক্ষের সংঘর্ষে ছয়জন নিহত এবং ডজন ডজন মানুষ আহত হন।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে গাড়ি ধাক্কায় আধা-সামরিক বাহিনীর সেনাদের হত্যার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
এতে পাকিস্তানকে নতুন বছর শুরু করতে হবে আরও তীব্র রাজনৈতিক অস্থিরতার মাঝে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে