ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার
ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিকারপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর পুলিশে হস্তান্তর করেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এবং যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, শিকারপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পাগার এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দুই মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
আসাদুর রহমান কিরণ ছাত্র আন্দোলনে বাধা দেয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার আসামি।
২০২১ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্তের পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন তিনি। এর আগে আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন কিরণ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে