Views Bangladesh Logo

১৮৮ কোটি টাকা আত্মসাৎ: বিজিএমইয়ে সাবেক প্রেসিডেন্টসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রায় ১৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজিএমইয়ের সাবেক প্রেসিডেন্ট ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।

মামলার আসামিরা হলেন-সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস, তার স্ত্রী প্রতিষ্ঠানটির ডিরেক্টর ফজলুতুন নেসা, মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়া, ছেলে মোস্তফা কামরুস সোবহান, পুত্রবধূ শাফিয়া সোবহান চৌধুরী, মেয়ে তাসনিয়া কামরুন অনিকা, নূর-ই-হাফজা এবং কোম্পানির সাবেক সিএফও এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা সুপরিকল্পিতভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তহবিল থেকে মোট ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাৎ করেন। বিধিবহির্ভূতভাবে একই পরিবারের সাতজন সদস্য কোম্পানির বোর্ড পরিচালক এবং প্রধান অর্থ কর্মকর্তা কাম ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ গ্রহণ করেন।

এতে আরও বলা হয়, আসামিরা আত্মসাৎ করা অর্থ তাদের নামীয় বিভিন্ন কোম্পানি ও ব্যাংক হিসাবে স্থানান্তর ও রূপান্তর করেন। যে কারণে অভিযুক্তদের নামে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও (৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা সবাই মোস্তফা গোলাম কুদ্দুসের পরিবারের সদস্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ