Views Bangladesh

Views Bangladesh Logo

দেশে স্যামসাং স্মার্টফোনের দ্বিতীয় কারখানা স্থাপন করবে এক্সেল টেলিকম

Special  Correspondent

বিশেষ প্রতিনিধি

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

কোরিয়ার বিশ্বখ্যাত কোরিয়ান কোম্পানি স্যামসাং এর দ্বিতীয় স্মার্টফোন কারখানা স্থাপিত হচ্ছে বাংলাদেশে। কারখানাটি স্থাপনের জন্য এরই মধ্যে এক্সেল টেলিকমকে অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বিটিআরসি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, এক্সেল টেলিকম দীর্ঘদিন ধরেই বাংলাদেশে স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের পরিবেশক। চলতি বছরের শুরুর দিকে এক্সেল টেলিকম লিমিটেড বাংলাদেশে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদেনের অনুমোদন চেয়ে বিটিআরসিতে আবেদন করে। সর্বশেষ গত আগস্টে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এক্সেল টেলিকমকে স্যামসাং স্মার্টফোনের কারখানা স্থাপনের জন্য অনুমতি দেয়ার অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দেন।

ওই চিঠিতে এক্সেল টেলিকমকে বাংলাদেশে স্যামসাং দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া স্যামসাং তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক নীতি অনুযায়ী প্রায় সব দেশেই একাধিক ব্যাবসায়িক অংশীদার রাখে বলে জানায়।

সূত্র জানায়, সম্প্রতি বিটিআরসি’র কমিশন সভায় এক্সেল টেলিকমের অনুমোদের আবেদনটি উপস্থাপন করা হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিটিআরসি’র নীতিমালা অনুযায়ী একই আন্তর্জাতিক ব্র্যান্ডের হ্যান্ডসেট উৎপাদনে একাধিক কারখানা স্থাপনে কোন বাধা নেই। পরে সভায় এক্সেল টেলিকমকে কারখানা স্থাপনের প্রাথমিক অনুমোদন দেয়া হয়। এখন কিছু দাপ্তরিক প্রক্রিয়া শেষে এক্সেল টেলিকম কারখানা স্থাপন করতে পারবে।

২০১৬ সালে উদ্যোগ নিয়ে ২০১৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন শুরু করে ফেয়ার ইলেকট্রনিক্স। নরসিংদিীতে স্থাপন করা ওই কারখানাই ছিল দেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন কারখানা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক্সেল টেলিকম বিটিআরসিতে আবেদনের পর দ্বিতীয় কারখানা স্থাপনের বিষয়ে অনুমোদনের বিষয়ে আপত্তি জানায় বিটিআরসিতে।

তাদের আপত্তি পত্রে বলা হয়, এখন পর্যন্ত ফেয়ার ইলেকট্রনিক্স তাদের কারখানা স্থাপনে বিনিয়োগের অর্থ তুলতে পারেনি। পরে দুটি কারখানা বৈষম্যহীনভাবে পরিচালনায় স্যামসাং কর্তৃপক্ষের অঙ্গীকারের পর ফেয়ার ইলেট্রনিক্সের পক্ষ থেকে এক্সেল টেলিকমকে দ্বিতীয় কারখানা স্থাপনে অনাপত্তি দেয়া হয়।

ফেয়ার ইলেকট্রনিক্স বর্তমানে চীনের হাইসেন্স ব্র্যান্ডের টিভি, ফ্রিজ ও এসি উৎপাদন করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ