Views Bangladesh Logo

ছেলের ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিবের বিরুদ্ধে মামলা

চ্চ মাধ্যমিক পরীক্ষায় নিজের ছেলেকে জিপিএ-৫ পাইয়ে দিতে এইচএসসির ফলাফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নারায়ন ছাড়াও তিনজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাদী হয়ে পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করেন বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ ।

মামলার বাকী আসামিরা হলেন- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আকতার, সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান ও নারায়ন চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ। তাদের বিরুদ্ধে ৪২০/৪৬৫/৪৬৬/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর ৫/৬/১২/১৩ ধারা অনুযায়ী প্রতারণাপূর্বক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফলাফল পরস্পর যোগসাজশে প্রতারণা করে জালিয়াতির অভিযোগে সাবেক সচিব ও চেয়ারম্যানসহ চারজনের নামে মামলা করেছে বোর্ড কর্তৃপক্ষ। মামলাটি তদন্তধীন।’

এ ব্যাপারে জানতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম ও সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদকে ফোন করেও
তার কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব থাকাকালে ২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলের ছেলে নক্ষত্র দেবনাথ। পরে তার জিপিএ-৫ পাওয়া নিয়ে প্রশ্ন উঠে। এমনকি বিষয়টি গড়ায় থানা আদালতেও। অবশেষে ঘটনাটি তদন্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। নানা নাটকীয়তার পর তদন্তে ফল জালিয়াতির অভিযোগ প্রমাণ হওয়ায় গত বছরের ১৫ সেপ্টেম্বর তাকে (নারায়ন চন্দ্র নাথ) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একইসঙ্গে ছেলের ফলাফল বাতিল করে জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর গত বছরের ২৪ অক্টোবর ছেলের ফলাফল বাতিল করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ