Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতে থাকার মেয়াদ শেষ, অমিত শাহের কাছে আরজি তসলিমা নাসরিনের

Tanmay Mondal, Kolkata

তন্ময় মণ্ডল, কলকাতা

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ভারতে থাকার রেসিডেন্স পারমিট শেষ হয়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তা নবায়নের আরজি জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

গত ২২ জুলাই পারমিট শেষ হয়েছে তসলিমার। তারপরও পার হয়ে গেছে তিনমাস। যেকোনো দিন ভারত ছাড়তে হতে পারে এই লেখিকাকে। সোশ্যাল মিডিয়ায় আগেও বহুবার সেই ভীতির কথা উল্লেখ করেছিলেন তসলিমা নিজেই। অনেকদিন আগে থেকেই ফোনে এবং ই-মেলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগও করে আসছিলেন। তবে কোনো জবাব না মেলায় এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে থাকতে দেওয়ার আরজি জানান তসলিমা নাসরিন।

এক্স হ্যান্ডেলে তসলিমার এ পোস্ট ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

পোস্টে তসলিমা লিখেছেন, ‘প্রিয় অমিত শাহজি, নমস্কার। আমি ভারতে থাকি, কারণ আমি এই মহান দেশকে ভালোবাসি। গত ২০ বছর ধরে ভারত আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার রেসিডেন্ট পারমিট পুনর্নবীকরণ করছে না গত ২২ জুলাই থেকে। আমি খুব চিন্তিত। আমি কৃতজ্ঞ থাকব যদি আপনি আমাকে থাকতে দেন। উষ্ণ অভ্যর্থনা’।

১৯৯৪ সালে বাংলাদেশে তলিমা নাসরিনের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। সেই থেকে নির্বাসিত এই লেখিকা। ইউরোপে কয়েক বছর থাকার পর ভারতেই বসবাস করতে শুরু করেন তিনি। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কলকাতাতেই ছিলেন। কিন্তু তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ হওয়ার পর মৌলবাদীদের হুমকির মুখে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হন তিনি। বর্তমানে দিল্লিতে থাকছেন। তিনি পেয়েছিলেন দীর্ঘকালীন রেসিডেন্স পারমিট। প্রতি বছর যা পুনর্নবীকরণ হয়ে আসছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ